Bankura : ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস অব ওয়েস্ট বেঙ্গল|

Bankura : ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস অব ওয়েস্ট বেঙ্গল|

Jun 8, 2023 - 16:06
 0  3

'ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস অব ওয়েস্ট বেঙ্গল' ডাকা ১২ ঘন্টা বাংলা বনধ শুরু হলো। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন ঐ সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাদের দাবির সমর্থণে স্লোগান দিতে থাকেন তারা। প্রসঙ্গত, 'সিআরআই রিপোর্ট' পরিবর্তন ও অ-আদিবাসীদের অনৈতিকভাবে জোরপূর্বক এস.টি তালিকায় অন্তর্ভূক্তি করণের অভিযোগ তুলে এদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে ২৫ টি আদিবাসী গণ সংগঠনের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস অব ওয়েস্ট বেঙ্গল' ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড় সহ জঙ্গল মহলের সিমলাপাল নদী ঘাট, লক্ষীসাগর হাটতলা সহ বেশ কিছু জায়গায় রাস্তা আটকে পিকেটিং শুরু করেছেন। #newstoday #newsvideo #current_affairs #bankura #bankura_news  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow