Tripura : সকাল পেরিয়ে দুপুর হলেও গ্রাম পঞ্চায়েতে তালা! ক্ষুব্ধ গ্রামবাসী
Tripura : সকাল পেরিয়ে দুপুর হলেও গ্রাম পঞ্চায়েতে তালা! ক্ষুব্ধ গ্রামবাসী
সকাল পেরিয়ে দুপুর খোলা হলো সিপাহীজলা ত্রিপুরা জেলা দেবীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের তালা। দেখা নেই পঞ্চায়েত সেক্রেটারি সহ অন্যান্য পঞ্চায়েত আধিকারিকদের। এক প্রকার ভোগান্তির শিকার গ্রাম পঞ্চায়েতে পরিষেবা নিতে আসা জনসাধারণের। জানা যায়, দেবীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি দীর্ঘদিন যাবৎ নিজেদের মর্জিমাফিক চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত সেক্রেটারি অমর বিশ্বাস সহ অন্যান্য পঞ্চায়েত আধিকারিকরা। বর্তমান ত্রিপুরা সরকারকে কালিমালিপ্ত করার লক্ষ্যেই সরকারি কর্মচারীদের একাংশ মহল যেমন প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ঠিক তেমনই দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম লাটে তুলেছেন পঞ্চায়েতের একাংশ আধিকারিকরা অভিযোগ। কোন নোটিশ ছাড়াই সকাল পেরিয়ে দুপুর হলে ও খোলা হয়নি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। আর এই কাঠফাটা রৌদ্রে গ্রাম পঞ্চায়েতের পরিষেবা নিতে আসা জনসাধারণ বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে গ্রাম পঞ্চায়েতে সুবিধা নিতে আসা জনগণ তাদের অসুবিধার কথা তুলে ধরেন এবং অন্যদিকে সংবাদ মাধ্যম আসার খবর পেয়ে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েতের জিআরএস। গ্রাম পঞ্চায়েতের জিআরএস সংবাদ মাধ্যমকে দেখে একপ্রকার বাহানা বানিয়ে নিয়েছেন যে, ওনার শরীর খারাপের ফলে গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি সঠিক সময়মত খোলা যাচ্ছে না। গ্রামবাসীদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি উঠছে, অতি দ্রুত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দিকে নজর দেওয়ার জন্য। #breakingnews #newstoday #tripura #tripuranews #today_breaking_news #banglanews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?