Siliguri : ধূপ কাঠি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড : U Bangla TV
Siliguri : ধূপ কাঠি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড : U Bangla TV
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ফুলবাড়ির একটি ধূপ কাঠি তৈরীর কারখানা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কারখানায় থাকা ধূপ কাঠি তৈরির মেশিনপত্র সহ ধূপ কাঠি তৈরির যাবতীয় সামগ্রী। কোনো হতাহতের খবর না থাকলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় হাত কারাখনার মালিকের। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগজ এলাকার একটি ধুপকাঠি তৈরির কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি ও ফুলবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক জানান কারখানাটি প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে। বিদ্যুতের লাইন কাটা রয়েছে। হঠাৎ এদিন দুপুর নাগাদ কারখানায় আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন। তার অভিযোগ, পাশের একটি ফাঁকা জমিতে আগুন জ্বলছিল, সেই আগুন কারখানার ভেতরে ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।
What's Your Reaction?