Exclusive : উদ্বোধন হলো হাওড়া খাদিমেলা ২০২৪ : U Bangla TV

Exclusive : উদ্বোধন হলো হাওড়া খাদিমেলা ২০২৪ : U Bangla TV

Mar 10, 2024 - 18:52
 0  8

পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ হাওড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ৮ ই মার্চ সন্ধ্যা ছটায় উদ্বোধন হয় হাওড়া খাদিমেলা ২০২৪। এই মেলাটির শুভ উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায় । মেলাটি অনুষ্ঠিত হয় হাওড়া জেলার চ্যাটার্জি পাড়ার এইচআইটি মাঠে । এই মেলাটি চলবে ১৭ই মার্চ পর্যন্ত। এবারের এই মেলাতে মোট ৬৪ টি স্টল রয়েছে । মেলায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার হস্তচালিত তাঁত সম্ভার , রয়েছে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের গৃহ নির্মিত ঘি, পাপড়, বড়ি , আচার ও মালদার আমসত্ত্ব ,এছাড়াও থাকছে বর্ধমানের তুলাইপঞ্জি চাল এবং বর্তমান সময়ে বিলুপ্তপ্রায় ঢেঁকি ছাটা লাল চালের গুঁড়ো । নদীয়া জেলার পিঠাপুলির স্টল ছিল এ মেলার বিশেষ আকর্ষণ । ভারতীয় ইতিহাসে খাদি এক বিশেষ জায়গা দখল করে রয়েছে । 'খাদি মানে পরম্পরা ,খাদি মানে সবার সেরা' - এই আদর্শকে পাথেয় করে তাদের আগামীর পথ চলা । এই মেলার প্রধান উদ্দেশ্য হল-- পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের হাতে তৈরি সৃজনশীল সৃষ্টি কে সকলের মাঝে, হাওড়া জেলা ২০২৪ এর মেলা প্রাঙ্গণের মধ্য দিয়ে সমাদৃত করা #howrah #howrahnews #khadimela #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow