ভরতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ।
ভরতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ।
আজ সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিবস,আজ বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পীর জন্মদিবসে ইউ বাংলা টিভির পক্ষ থেকে রইলো আন্তরিক শ্রদ্ধার্ঘ।তিনি বাংলা তথা ভরতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। হেমন্তের ছোটবেলাটা কিন্তু শুরু হয়েছিল গল্প লেখা দিয়ে, তবে ১৯৩৭ সালে হেমন্ত মুখোপাধ্যায়ের পুরোপুরি সঙ্গীত জগতে প্রবেশ করেন। হেমন্ত মুখোপাধ্যায় ১৯৪৭ সালে সলিল চৌধুরির কথায় এবং সুরে গাঁয়ের বধূ বলে একটি গান রেকর্ড করেন। ১৯৫১ তে মুম্বই পাড়ি। ১৯৫২ তে 'আনন্দমঠ' ছবি বিপুল সফলতা লাভ করে। তবে তার পরেও বাকি ছিল আরও অনেক ম্যাজিক। অভিনেতাদের আনন্দের জন্যে নেপথ্য গায়ক হিসেবে তাঁর গান শচীন দেব বর্মেনর সুরে একের পর এক হিট। তারপর আর ফিরে তাঁকাতে হয়নি। তবুও এত কিছুর পর ও তার গলায় রবীন্দ্র সঙ্গীত শুনে আজও বাঙালি মর্মে মর্মে হারিয়ে যায়। #barthday
What's Your Reaction?