Purulia : কে এই গাছ দাদু ? কেনই বা গাছ দাদু নামে পরিচিত তিনি ?

Purulia : কে এই গাছ দাদু ? কেনই বা গাছ দাদু নামে পরিচিত তিনি ?

Jul 20, 2023 - 15:53
 0  15

বিশ্ব উষ্ণায়ন কী, তিনি জানেন না। পৃথিবীর গভীরতর অসুখ দূর করতে যে পারে একমাত্র বৃক্ষ রোপণ তাও তিনি জানেন না। অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণের হুজুগে তিনি নেই, তিনি আছেন গাছেদের পাশে প্রাণের টানে। আজ অবধি ২-৩ হাজার গাছ লাগিয়ে ফেলেছেন একা, সম্পূর্ণ নিজের উদ্যোগে। এই বৃক্ষ বন্ধু বৃদ্ধের নাম দুখু মাঝি। বাড়ি পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের সিন্দরি গ্রামে। ষাটোর্ধ চেহারায় ফুটে উঠেছে বার্ধক্য । স্ত্রী, দুই ছেলে নিয়ে দুখুর অভাবের সংসার। সামান্য চাষবাস ছাড়া আয় বলতে বৃদ্ধ পেনশনের সামান্য টাকা। বড় ছেলে দিনমজুর। খাতায়কলমে ‘মুখ্যুসুখ্যু’ দুখু মাঝি একাই বনসৃজনের দায়িত্ব নিয়ে এলাকার কাছে দৃষ্টান্ত হয়ে উঠছেন। বৃক্ষরোপনের নেশায় হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি । শুধু কি গাছ লাগানো? যত্নে বড় করে চলেছেন আম, জাম, মহুল, বট, অশ্বত্থ, পলাশ সহ আরও নানান প্রজাতির গাছ। সিন্দরি, বাঘমুণ্ডি, বীরগ্রাম সহ আশপাশের বিভিন্ন এলাকায় তাঁর হাতে লাগানো গাছ। বাঘমুণ্ডি বন দপ্তর তাঁকে সম্বর্ধিত করে দিয়েছে সম্মান। আর এলাকার শিশুরা তাঁকে ডাকে 'গাছদাদু' বলে। একটু বয়স্করা ডাকে গাছ বাবা সম্বোধনে। গাছ লাগানোর নেশা কি চারিয়ে দিতে পারবেন বৃক্ষ বন্ধু? #newstoday #banglanews #newslive #breakingnews #westbengal #purulia  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow