Siliguri : গোপীনাথ রাহার “ভয়ংকর অভিজ্ঞতা" | U Bangla TV

Siliguri : গোপীনাথ রাহার “ভয়ংকর অভিজ্ঞতা" | U Bangla TV

Jul 4, 2024 - 18:47
 0  3

ঠিক যেন বিদেশ যাত্রা! শিলিগুড়ির বাড়ি থেকে বের হয়ে ছোট গাড়ি নিয়ে ছুটলেন। তখন ঘড়িতে ভোর পাঁচটা। গন্তব্য গ্যাংটক। জাতীয় সড়ক বন্ধ থাকায় সেভক থেকে ওদলাবাড়ি, গরুবাথান, লাভা, আলগাড়া, মুনসং হয়ে গন্তব্যস্থলে যখন থামলেন ঘড়ির কাঁটা বিকেল চারটার ঘরে। বারো ঘন্টার সফর। রীতিমতো বিপর্যস্ত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা মোবাইল ফোনে বলেন, “ভয়ংকর অভিজ্ঞতা। ঘুরপথের রাস্তাও বেহাল। এভাবে মানুষ চলাফেরা করতে পারে!”
এমন পরিস্থিতি দেখে কে বলবে সিকিম পর্যটন নির্ভর রাজ্য। ওই রাজ্যের নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রী শিলিগুড়ি থেকেই সরবরাহ হয়ে থাকে! উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন ফোসিনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “এটা বাৎসরিক উৎসবে পরিনত হয়েছে। বর্ষা এলেই যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যার স্থায়ী সমাধান জরুরি।” পরিস্থিতি নিয়ে বেজায় চটেছে ট্যুর অপারেটর সংস্থা ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’। তারা একই দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠাতে উদ্যোগী হয়েছেন।            

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow