South 24 Pargana : ম্যানগ্রোভ না থাকলে আরো বড় ক্ষতি | U Bangla TV
South 24 Pargana : ম্যানগ্রোভ না থাকলে আরো বড় ক্ষতি | U Bangla TV
সুন্দরবনের নদীর ধারে ঘর মানেই বিপদ বারো মাস । সুন্দরবনের বাসিন্দারা একের পর এক ঘূর্ণিঝডড়ে
বিপর্যস্ত। একমাত্র তাদের পাশে দাঁড়িয়ে ছিল এই সুন্দরবনের ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ না থাকলে আরো বড় ক্ষতি হয়ে যেত। বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা করে আজও দাঁড়িয়ে আছে সুন্দরবনের বুক চিরে। সেই সুন্দরবনের রক্ষাকর্তাকে চোরা শিকারির জ্বালায় প্রতি
নিহত হারাতে হচ্ছে প্রাণ।
পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারী। ম্যানগ্রোভকে ধ্বংস করা যাবে না। পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে। বাসন্তী ব্লাকের প্রত্যান্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা মৌজায় ত্রিদিব নগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায়,জিরো গ্রাউন্ডে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপনে স্বনির্ভর দলের মহিলারা। আয়লা,আমফান, বুলবুল,রেমাল, বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। বিপর্যয়ে সময়ে খবর শিরোনামে উঠে এসেছে সুন্দর বনের নাম, কথায় আছে নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস।এদিন ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপন করলেন স্বনির্ভর দলের মায়েরা।
What's Your Reaction?