BARDHAMAN: বৃষ্টি পরলেই আতঙ্কে বাস করতে হচ্ছে | U Bangla TV
BARDHAMAN: বৃষ্টি পরলেই আতঙ্কে বাস করতে হচ্ছে | U Bangla TV
কথায় আছে কারোর পোষ মাস তো কারোর সর্বনাশ। আমন চাষের আগে আকাশের বৃষ্টি অনেকের উপকার হলেও গলসি ১ নং ব্লকের পরাজ গ্রামে তা আতঙ্কের রুপ নিয়েছে। বৃষ্টি পরলেই আতঙ্কে বাস করতে হচ্ছে গ্ৰামের মজিবর রহমান মির্জা ও আজিজুর রহমান মির্জার এই দুটি পরিবারকে। এদিকে তাদের বাড়িতে রয়েছে বৃদ্ধা বাবা ও মা। তাদের খাওয়া শোওয়া নিয়ে বেজায় সমস্যা। পরিবারের লোকেরা জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেই জল উঠে যায় বাড়ির ভিতরে। তখন পাম্প বা ছোট মোটর দিয়ে জল মারতে হয়। ফলে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে বেশ সমস্যায় পরেছে পরিবারটি। তাছাড়াও পরিবারের পড়ুয়াদের পড়াশুনা করতে বেশ অসুবিধায় পরতে হচ্ছে বলে জানান এই দুই পরিবার। একটু বৃষ্টি নামলেই বাড়িতে উঠছে জল। পরিবারের লোকেরা দুর্দশার কথা পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা পাননি। তাই আকাশের বৃষ্টি এখন দুটি পরিবারের কাছে যন্ত্রনা হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে পারাজ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাজাহান সেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই পরিবারের নামে আবাস যোজনার বাড়ি এসেছিল। তবে কি কারনে ওই পরিবার দুটি বাদ গেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না @ubanglatvofficial
What's Your Reaction?