Nodiya : এখন সড়কপথে চলছে হেলিকপ্টার |
এতদিন আমরা জানতাম হেলিকপ্টার আকাশে ওড়ে ,কিন্তু এখন সড়কপথে চলছে হেলিকপ্টার, এমনই হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিল নদীয়ার চাকদহের যুবক গৌতম মালাকার। এই হেলিকপ্টার বানাতে তার প্রায় দু'লক্ষ টাকার মতো খরচা হয়ে গেছে তবে নিতান্তই সখের বসে এই হেলিকপ্টার তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এলাকাতে হেলিকপ্টার চললেই প্রচুর মানুষ উৎসাহে ভিড় করছেন ডাঙ্গায় চড়া হেলিকপ্টার দেখতে। তেল বা ইলেকট্রিকে নয়, এ গাড়ি সম্পূর্ণ ব্যাটারি চালিত। আছে হেলিকপ্টারের পাখা বনবন করে ঘুরছে মাথার উপর। বাজার চলতি দুটো গাড়িকে এমনি ভাবে সাজিয়েছেন নিজে থেকেই। আগে সাইকেলের কাজ করতেন বর্তমানে সাইকেলের কাজ সেভাবে আর জোটে না। তাই বাধ্য হয়েই অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। তার এই হেলিকপ্টার দেখতে ভিড় জমাচ্ছেন ৮ থেকে ৮০ সকলে | #youtube #nodiya #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?