Siliguri : রাতভর প্রবল বর্ষণের ফলে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন

Siliguri : রাতভর প্রবল বর্ষণের ফলে বিপর্যস্ত গ্রামীণ জনজীবন

Jul 10, 2023 - 17:33
 0  1

রাতভর প্রবল বর্ষণের কারণে হিমপাইপ এর কালভাট ভেসে যাওয়ায় বিপর্যয় গ্রামের সাধারণ মানুষ।যোগাযোগ ব্যবস্থা প্রায় ১০থেকে ১৫টি গ্রামের বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বাঘাভিটা গ্রামে।এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হঠাৎ করে কালভাট ভেঙ্গে রাস্তা পারাপার প্রায় বন্ধ।অন্যদিকে রাস্তাশ্রী প্রকল্পের গত একমাস আগে তৈরি এই কালবাট ভেঙে গিয়ে সাধারণ মানুষকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরপথে হাসপাতাল,স্কুল,কলেজ ও ব্লক অফিসে যেতে হচছে।বাগানের অধিকাংশ মানুষএর এর জেরে চলাচল প্রায় বন্ধ।অন্যদিকে গ্রামে মহিলারা ৯০% আদিবাসী সম্প্রদায় মানুষ বসবাস করেন, তারা বাগানের পাতার কাজ করেই দিন সংসার চালায় এভাবে বর্ষার সময় কালভার্ট ভেঙে যাওয়ায় তাদের চলাচল প্রায় বন্ধ।গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেত কয়েক কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে।বোবার এলাকার প্রশাসনকে জানিও কোন সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে।বেশ কিছু গ্রামের নিচালাইন,মুন্সি লাইন,মাতিআস লাইন,ঠুঠাপাকড়ি,এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন অবিলম্বে এখানে কালভাট তৈরি করা হোক,এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রাকেশ কুমার তীরকি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি অবগত করেছেন,এর আগেও তিনি এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কে বিষয়টি তুলে ধরেছিলেন।আজ প্রবল বর্ষার কারণে এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি ছোট গাড়িতে করে স্কুল যাচ্ছিল বেশ কয়েকজন শিশু, কোনক্রমে বেঁচে যান তারাও। #breakingnews #newstoday #banglanews #today_breaking_news #siliguri #northbengalnews #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow