Siliguri : কুড়ি নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব রঙ্গলি : U Bangla TV
Siliguri : কুড়ি নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব রঙ্গলি : U Bangla TV
শীত মানে খেজুর গুড়, গরম গরম চায়ের সঙ্গে ভাপা পিঠা সাথে সন্ধ্যেবেলায় বিভিন্ন ফাংশন বা যাত্রাপালা। গ্রাম অঞ্চলে এমন দৃশ্য দেখা গেলেও বর্তমানে শহরে এমন পরিবেশে খুঁজে পাওয়া অনেকটাই কঠিন। তবে শহর অঞ্চলে শীতকালে ওয়ার্ড উৎসবের মাধ্যমে বিভিন্ন খেলাধুলো বা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়ে থাকে। তাতে সরাসরি অংশগ্রহণ করে ৮ থেকে ৮০ সকলেই, মেতে ওঠেন শীতের আমেজে। তেমনি শহরের অন্যান্য ওয়ার্ডগুলোর মতন কুড়ি নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব রঙ্গলি। বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন মেয়র গৌতম দেব। উল্লেখ্য বর্ণাঢ্য শোভাযাত্রায় কচিকাঁচাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। বিভিন্ন পোশাক ও বিভিন্ন রূপে দেখা যায় এলাকার কচিকাঁচাদের। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নেতাজি বয়েজ হাই স্কুল সামনে থেকে শুরু হয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর অভায়া বসু, পুরো নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিলি শীল সিনহা সহ একগুচ্ছ অতিথি ও স্থানীয়রা। জানা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ২০ নম্বর ওয়ার্ড উৎসব "রঙ্গলিতে"। যা সপ্তাহব্যাপী পালন হবে। বলাবাহুল শহরের ব্যস্ততম জীবনে শীতকালে ওয়ার্ড উৎসবের মধ্য দিয়ে স্থানীয়দের সাথে এলাকাবাসীর মেলবন্ধন উপহার দিয়ে থাকে ওয়ার্ড কমিটি। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?