দিঘা : সাঁতার কাটতে কাটতে গভীর সমুদ্রে তলিয়ে গেলেন |
মোকা ঝড়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাঁতার কাটতে কাটতে গভীর সমুদ্রে চলে যান উত্তর বারাসাতের বাসিন্দা। আজ সকাল সকাল সেই বেক্তি১১:৩০ টা নাগাদ সমুদ্র স্নানে যান অনেকটাই গভীর সমুদ্রে চলে যান। সেখান থেকে হাত নাড়াতে থাকেন মৌলিয়াদের তৎপরতায় তাকে উদ্ধার করে দীঘা থানায় পাঠানো হয়েছে।। মকবুল জানিয়েছেন সমুদ্রের টানে তিনি অনেকটা চলে যান এমনটাই বুঝতে পারেননি। পরে ঢেউয়ের টান ও নুলিয়াদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে। পরে সুস্থ করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে দীঘা জুড়ে ব্যাপক পর্যটকের ঢল। সেই সঙ্গে সকাল থেকে হালকা মেঘলা কখন আবার রোদ। তবে রবিবারের ছুটির দিন থাকায় পর্যটকের ঢল নেমেছে উপকূল এলাকার পর্যটন কেন্দ্রগুলিতে।
What's Your Reaction?