Tripura : গবাদি পশুর শরীরে অজানা রোগের প্রাদুর্ভাব
Tripura : গবাদি পশুর শরীরে অজানা রোগের প্রাদুর্ভাব
গবাদি পশুর শরীরে অজানা রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত পশু পালকরা! জানা যায়, এই সময়ের মধ্যে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় গবাদি পশুর গায়ে এক ধরনের বড় আকারের গুটা তৈরি হচ্ছে। একটা সময় এগুলো ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হচ্ছে বলে দু-একজন গো-পালকের সাথে কথা বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকজন গো-পালক ইতিমধ্যে হাতের নাগালে পাওয়া গবাদি পশুর চিকিৎসকদের সাথে কথা বললেও এই অজানা রোগের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। এরকম একাধিক ব্যক্তি রয়েছেন যারা সংশ্লিষ্ট গো-পালনের কাজের সাথে দশকের পর দশক ধরে যুক্ত রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে, এরকম উপসর্গ তারা কোনদিন প্রত্যক্ষ করেন'নি। দাবি উঠছে, গোটা বিষয় নিয়ে অনতিবিলম্বে প্রশাসন বা ত্রিপুরার প্রাণিসম্পদ বিকাশ দপ্তর উপযুক্ত তদন্তক্রমে সঠিক ব্যবস্থা গ্রহণ করে। বিশেষ করে তেলিয়ামুড়ার ডি.এম কলোনি সহ সমৃদ্ধ এলাকায় যেভাবে এই রোগটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অনতিবিলম্বে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী দিনে সংশ্লিষ্ট এলাকার গো-পালকেরা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও অনুমান। #breakingnews #newstoday #banglanews #newslive #tripuranews #tripura @ubanglatvofficial
What's Your Reaction?