Siliguri : বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়ি কলেজে বসন্ত উৎসব : U Bangla TV
Siliguri : বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়ি কলেজে বসন্ত উৎসব : U Bangla TV
সামনেই বসন্ত উৎসব অর্থাৎ হোলি। ইতিমধ্যেই শিলিগুড়ির একাধিক বাজারে ছেয়ে গেছে একাধিক রংবেরঙের আবির থেকে শুরু করে হোলির খেলনা। পাশাপাশি শিলিগুড়ির একাধিক জায়গায় চলছে প্রাক বসন্ত উৎসব। ঠিক তেমনি শুক্রবার শিলিগুড়ি কলেজ এবং শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয়ে পালিত হলো প্রাক বসন্ত উৎসব। এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় চলছিল বৃষ্টি। ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও বেলা বাড়তে না বাড়তেই মুশলধারে বৃষ্টি নেমে আসে। তবে কলেজের প্রাক বসন্ত উৎসবে কোনো ভাটা ফেলতে পারে নি এই অকাল বর্ষণ। উল্টে বসন্তের এই অকাল বৃষ্টিকে মাথায় নিয়েই জমিয়ে রং খেলায় মেতে উঠে কলেজের সকল ছাত্র-ছাত্রীরা। অনেকেই বলে এই অকাল বর্ষণে রং খেলতে বেশ ভালোই লাগছে এবং কলেজে বসন্ত উৎসব পালন বেশ উপভোগ করছেন তারা। এদিন অনেককেই দেখা যায় ছাতা হাতে নিয়ে হলেও রং খেলায় মেতে উঠতে। এক কথায় বলতে গেলে কলেজ জীবনে এমন বসন্তের বৃষ্টিতে রং খেলা থেকে বঞ্চিত থাকতে নারাজ প্রায় সকল পড়ুয়ারাই। তাই এদিন সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়ি কলেজে চলে প্রাক বসন্ত উৎসব। পাশাপাশি এদিন কলেজের তরফে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তাই প্রত্যেকেই দেখা যায় বৃষ্টিকে উপেক্ষা করে গানের তালে তালে কোমর দোলাতে। সবমিলিয়ে আগাম বসন্ত উৎসবে বেশ ভালোই আনন্দ উপভোগ করে শিলিগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীরা। #siliguri #siligurinews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?