Purulia| ধান ক্ষেতের খড় পড়ানো আইনত নিষিদ্ধ প্রচারে বরাবাজার ব্লক সহ কৃষি আধিকর্তারা| U BanglaTV
Purulia| ধান ক্ষেতের খড় পড়ানো আইনত নিষিদ্ধ প্রচারে বরাবাজার ব্লক সহ কৃষি আধিকর্তারা| U BanglaTV
ধান ক্ষেতের খড় পড়ানো আইনত নিষিদ্ধ এর থেকে বিরত থাকুন।এই বার্তা ছড়িয়ে দিতে প্রচারে নামলেন পুরুলিয়া জেলা বরাবাজার ব্লক সহ কৃষি আধিকর্তারা
আজ 3 নভেম্বর ফসল অবশিষ্ট পড়ানো প্রতিরোধ দিবস। ধান ক্ষেতের খড় পড়ানো আইনত নিষিদ্ধ এর থেকে বিরত থাকুন।এই বার্তা ছড়িয়ে দিতে প্রচারে নামলেন পুরুলিয়া জেলা বরাবাজার ব্লক সহ কৃষি আধিকর্তারা।
আজ শুক্রবার ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে বরাবাজার কৃষক বাজার থেকে একটি রেলি বার হয় এবং গোটা বরাবাজার শহর পরিক্রমা করে। বাজার ব্লক সহ কৃষি অধিকর্তা মানষ ঘোষ জনান খড় পোড়ানো আইনত নিষিদ্ধ, খড় পড়ানো ক্ষতিকারক বন্ধ রাখুন, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে খড় পড়াবেন না, মাটির স্বাস্থ্য বজায় রাখতে অধিক ফলন ফলানোর জন্য খড় পড়াবেন না, পরিবেশ রক্ষার্থে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন । তাই মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে আজকের এই কর্মসূচি। জানি যায় এই প্রচার শুধু বরাবাজার শহরেই নয় বরাবাজারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাও পরিক্রমা করা হবে
What's Your Reaction?