Kolkata : ২১শে মার্চ পালিত হল বিশ্ব কবিতা দিবস : U Bangla TV
Kolkata : ২১শে মার্চ পালিত হল বিশ্ব কবিতা দিবস : U Bangla TV
বৃহস্পতিবার ২১শে মার্চ পালিত হল বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটি কে বিশ্ব কবিতা দিবস বলে ঘোষণা করেন। এর উদ্দেশ্য হলো, সারা বিশ্বে কবিতার পঠন, লেখা, প্রকাশনা, এবং শিক্ষার প্রচার করা। বিশ্ব কবিতা দিবস দিনটি পালন করা হলো কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারাল এর শিভানন্দ হল-এ। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সংযুক্তা দাসগুপ্ত। এ দিনের অনুষ্ঠানের সূচনা হয় ব্রততি বন্ধ্যোপাধ্যায়ের অসাধারণ কবিতা দিয়ে। এই অনুষ্ঠানে রোমান ও বাংলার কবিতার কি ভাবে মেলবন্ধন হয়েছে, সেটাই শিল্পীরা প্রকাশ করেছেন। রোমানিয়াতে বাংলাভাষার চর্চা নিয়ে কথা বললেন রোমানিয়ার লেখিকা কারমেন কোমান এবং অধ্যাপক লীপি ঘোষ। এখানে প্রাচ্য এবং পাশ্চাত্য দুই দেশের বিখ্যাত দুই কবি তথা বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর এবং রোমানিয়ান কবি এমিনেস্কুর কবিতা পাঠ করা হয়। গান এবং কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। #kolkatanews #kolkata #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?