রাস্তার পাশে ইমারতি দ্রব্য, ইঞ্জিন ভ্যান উল্টে জখম ৩
রাস্তার পাশে রাখা ইমারতি দ্রব্যের ওপর চাকা উঠে বেসামাল হয়ে উল্টে গেল যাত্রী বোঝাই একটি ইঞ্জিন ভ্যান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত দিঘীরপাড় এলাকায়। জখম হয়েছেন প্রদীপ সরদার,বাবলু সরদার ও মানিক সরদার।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাজবাড়ির আটপাড়ার বাসিন্দা তিন যুবক পেশায় টিউবওয়েলের মিস্ত্রী। এদিন রাতে টিউবওয়েল সারানোর জন্য ইঞ্জিন ভ্যানে করে রওনা দিয়েছিলেন দিঘীরপাড়ের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে রাস্তার পাশে ইমারতি দ্রব্যের উপর চাকা উঠে গেলে বিপত্তি ঘটে। উল্টে যায় ইঞ্জিন ভ্যান। গুরুতর জখম হয় তিনজন। রাতের অন্ধকারে ঘটনার কথা জানতে পেরে স্থানীয় লোকজন দৌড়ে আসেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।তিনজনের মধ্যে প্রদীপ সরদারের অবস্থা আশাঙ্কাজনক | #youtube #south24pargananews #south24pgs #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?