Sikkim: ৩ দিনেরও কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ | U Bangla TV

Sikkim: ৩ দিনেরও কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ | U Bangla TV

Jun 28, 2024 - 18:34
 0  3

দেশের সেনা কেবল সীমান্তরক্ষার কাজেই ব্যাপৃত থাকে তা নয়। বন্যা, ধসের মতো প্রাকৃতিক বিপর্যয়েও বার বার তাদের দেখা গিয়েছে বিপদের মুখে বিরাট ভরসাস্থল হয়ে উঠতে। গ্যাংটকের ডিকচু-সংক্লং রোডে ৭২ ঘণ্টারও কম সময়ে সত্তর ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিলেন সেনা জওয়ানরা। সিকিমে  হওয়া সাম্প্রতিক বন্যায় এই রাস্তা ভেঙে গিয়ে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল।

বর্ডার রোডস অর্গানাইজেশন তথা বিআরও এবং স্থানীয় প্রশাসনও সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেতু তৈরির কাজ করেছে। ২৩ জুন কাজ শুরু হয়েছিল। শেষ হয়েছে তিনদিনেরও কম সময়ে। ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত সিকিম। বহু জায়গায় রাস্তায় ধস নেমে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। লাগাতার বর্ষণের সঙ্গে প্রযুক্তিগত সমস্যা- চ্যালেঞ্জটা সহজ ছিল না। কিন্তু সেই চ্যালেঞ্জের নিপুণ মোকাবিলার মাধ্যমে জওয়ানরা তৈরি করেছেন বেইলি ব্রিজ।

এই সেতুটি ডিকচু ও সংক্লং-এর মধ্যে যোগাযোগ তৈরি করবে। রাস্তাটি চলে গিয়েছে চুংথাং-এর দিকে। ফলে মানগান জেলায় দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের অরণ্যমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সচিব পিনস্টো নামগ্যাল লেপচা বৃহস্পতিবার সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন। এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

১১ জুন থেকে ভারী বর্ষণের কবলে পড়ে সিকিম। পর পর ধসে ভেঙে গিয়েছে উত্তর সিকিমে যাওয়ার বহু রাস্তা। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে দ্রুত ভেঙে যাওয়া রাস্তা মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এর আগে গত ২৩ জুন উত্তর সিকিমে একটি ১৫০ ফুটের সাসপেনশন ব্রিজও বানিয়ে দিয়েছিল ভারতীয় সেনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow