আবহাওয়া বিভাগ রিপোর্ট
গত ২৪ ঘন্টায় তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি। মূলত দমদমে ৪১.২, ডায়মন্ড হারবারে ৩৮.৬, দিঘায় ৩৮, কৃষ্ণনগরে 40.8, শ্রীনিকেতনে ৪২.৩, ক্যানিং ৪০.৬, মোগরায় ৪০.৬, বালুরঘাট ৪০ ইত্যাদি ফলে বঙ্গের সব জেলাতেই কম বেশি সিটবেবের কন্ডিশন ওয়ার্নিং জারি রয়েছে.
আজকে ১৭ তারিখ পূর্বাভাস হচ্ছে ২১ তারিখ পর্যন্ত এই কন্ডিশনটা চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের তিনটি জেলা মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রে এবং বাকি জেলাগুলো হিল এরিয়ায় হিট ওয়েব লাইট সিচুয়েশন থাকবে.
ওয়ার্নিং হিসাবে যেটা ইস্যু করা হয়েছে ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলোতে হিট ওয়েব সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর মালদাতে ১৭ তারিখ এবং ১৮ তারিখ হিট ওয়েব কন্ডিশন থাকবে ২২ তারিখের পর থেকে এই সিচুয়েশনটা ইম্প্রুভ করা সম্ভাবনা থাকছে। যেটা আমরা ৪০ ডিগ্রির তাপমাত্রা কাছাকাছি পাচ্ছি সেটা 40° এর নিচে যাওয়া সম্ভাবনা থাকছে। আপাতত কুড়ি তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গে নেই | #youtube #weather #weathernews #weatherreport @ubanglatvofficial
What's Your Reaction?