সামনেই বিয়ের মরসুম,এখন রীতিমতো শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে হবু কোনেদের

Apr 25, 2023 - 18:48
 0  11

সামনেই বিয়ের মরসুম,এখন রীতিমতো শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে হবু কোনেদের। বিয়ের সাজপোশাক সবসময়ই সব কনেদের কাছেই খুব স্পেশাল,আর বাঙালি কোনের সাজ মানেই বেনারসির ছোঁয়া । কিন্ত বর্তমানে অনেকেই এই চলতি প্রথা ভেঙে লাল বেনারসির পরিবর্তে ভিন্নধারার শাড়ি বেছেনিচ্ছেন। আজ ইউ বাংলা টিভির বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো হবু কোনেদের সেই ভিন্নধারার শাড়ি নিয়ে। বেনারসির পরিবর্তে "কাঞ্জিভরম সিল্ক" এখন বিয়ে বা রিসেপশনে অন্যতম পছন্দের শাড়ির তালিকায় থাকে কোনেদের,এই শাড়ি দক্ষিণ ভারতীয় শিল্পীদের হাতেবোনা সিল্ক শাড়ি ,এই শাড়িটি বেনারসির তুলনায় অনেক হালকা হয় আর দেখতেও হয় খুব সুন্দর। এছাড়াও" তসর " এর শাড়ি বাঙালি কোনেদের অত্যন্ত পচ্ছন্দের তালিকায় থাকে । বেনারসির পরিবর্তে "পৌঠানি সিল্ক" এখন অনেক কেই আমরা বিয়ের দিন পরতে দেখি, এই শাড়িটা মহারাষ্ট্রের ট্রেডিশনাল একটা শাড়ি,
হালকা গরমে বিয়ের কোনেদের ভিন্নধারার সাজের জন্য এই শাড়িগুলো বেশ মানানসই | #youtube #saree #sareecollection #fashion  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow