North 24 pargana : ইছামতি সেতু রাত্রিকালে অন্ধকারাচ্ছন্ন : U Bangla TV

North 24 pargana : ইছামতি সেতু রাত্রিকালে অন্ধকারাচ্ছন্ন : U Bangla TV

Jun 28, 2024 - 18:44
 0  1

উত্তর ২৪ পরগনা জেলার প্রাচীনতম সীমান্ত শহরবসিরহাট । মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতী নদী। বসিরহাটের ইছামতী নদীর উপর সেতু নির্মাণ হয় বাম আমলে।তার রক্ষনা বেক্ষণ তো দূর অস্ত সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই। কলকাতার কাছাকাছি হিসাবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজাডাঙ্গা। বসিরহাটের বোট ঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর, ইটিন্ডাঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। সন্ধ্যে নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে। তারপর রাত বাড়লেই নেশাগ্রস্থদের উৎপাত ও দুষ্কৃতীর আনাগোনা।ফলে পথ চলতি মানুষদের ওষ্ঠাগত প্রাণ। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোন সুরাহা মেলেনি। বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে। নিরাপত্তা হীনতায় ভুগছেন পথ চলতি মানুষেরা। পুলিশী নজরদারি নেই বললেই চলে। তাদের দাবি অবিলম্বে যদি ইছামতি ব্রিজে বৈদ্যুতিক আলো না লাগানো হয় তাহলে ঘটে যাবে বড় দুর্ঘটনা। বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পি ডব্লিউ ডির অধীনের কাজ তাদের নয়, কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা আলোর ব্যবস্থা করব। বসিরহাট শহর ১৫৩ বছরে পদার্পণ করল প্রাচীনতম এই শহর সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিসাবে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হলো ঘোজাডাঙ্গা সীমান্ত। সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এটি গুরুত্ব পূর্ণ পথ। কিন্তু সেখানে পিডব্লিউডি এবং বসিরহাট পৌরসভার টানা পোড়েন চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। #newstoday #bosirhat #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow