Purulia :পানীয় জল না পাওয়ায় পাম্প হাউসে তালা লাগিয়ে বিক্ষোভ মহিলাদের|
Purulia :পানীয় জল না পাওয়ায় পাম্প হাউসে তালা লাগিয়ে বিক্ষোভ মহিলাদের|
পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামের নামো পাড়ার প্রায় ১৫০ টি পরিবার পানীয় জল না পাওয়ার দাবিতে স্বজল ধারা প্রকল্পের পাম্প হাউসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন। বুধবার সকাল বেলায় তুন্তুরী গ্রামের নামো পাড়ার মহিলারা হাঁড়ি, কলসি, বালতি নিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা পাম্প হাউসে তালা দিয়ে পোস্টার লাগিয়ে দেন। অভিযোগ, প্রায় দেড় বছর ধরে স্বজল ধারা প্রকল্পের পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে এই গ্রামের বাসিন্দারা।এছাড়া গ্রামের সমস্ত পাড়ায় স্বজল ধারা প্রকল্প দ্বারা পানীয় জল সরবরাহ হয়। কিন্তু নামো পাড়ার প্রায় ১৫০টি পরিবার তা থেকে পুরোপুরি ভাবে বঞ্চিত।এবিষয়ে একাধিকবার স্বজল ধারা প্রকল্পের কমিটি কে জানানো হলে তারা বহুবার আশ্বাস দিয়েছেন।কিন্তু আজও অবধি সেই আশ্বাস পূরণ হয়নি বলে জানান তারা।
#purulia #purulianews #waterpump #waterpumpdonation
What's Your Reaction?