হিংসা বিধ্বস্ত মনিপুরের পাশে ত্রিপুরা!
হিংসা বিধ্বস্ত মনিপুরের পাশে ত্রিপুরা!
গত ৩ রা মে থেকে মনিপুরে শুরু হয়েছিলো সাম্প্রদায়িক দাঙ্গা, বর্তমানে ২৭ দিন পরও মনিপুরের পরিস্থিতি অস্বাভাবিক।হৃদয়বিদারক দাঙ্গার ফলস্বরূপ উভয় সম্প্রদায়ের বহু ঘরবাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে। তাই শিশু থেকে বৃদ্ধ অগনিত মানুষ বাধ্য হয়েছে ত্রান শিবিরে আশ্রয় নিতে। এখনো মোবাইল ইন্টারনেট এমনকি ওয়াইফাই পরিষেবা সম্পূর্ন বন্ধ মনিপুরে। রাস্তায় আটকে আছে অতি আবশ্যক মাল বোঝাই লরি। এমতাবস্থায় মনিপুরের বিভিন্ন সামাজিক সংস্থাগুলির পক্ষ থেকে আবেদন আসছে ত্রান শিবিরে সাহায্য করার জন্য। সময়ের দাবী ও উদ্ভুত পরিস্থিতি অনুযায়ী ত্রিপুরার সম মনোভাবপন্ন কিছু মানুষ মিলে উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্যপ্রয়োজনীয় কিছু ত্রান সামগ্রী আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের মাধ্যমে শিবিরগুলোতে পাঠানোর জন্য। কিন্তু,ত্রিপুরার সম মনোভাবপন্ন মানুষজনরা কারোর কাছ থেকে কোন ধরনের নগদ অর্থ গ্রহন করেনি। ত্রিপুরার বিভিন্ন সম্প্রদায়ের জনগন স্বেচ্ছায় মনিপুরে দাঙ্গা পিড়ীত বিপন্ন মানুষদের পাশে ত্রান সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন এবং মনিপুরে অতিসত্ত্বর শান্তি ফিরে আসুক এই আহ্বান করেছেন তারা।
#tripura #tripuranews #manipur
What's Your Reaction?