North 24 Pargana : সীমান্তে বেআইনি পানীয় জলের কারখানায় হানা ফুড সেফটি দপ্তরের |
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি এলাকায় বেশ কয়েক বছর ধরে সরদার একোয়া নামকরণ করে বেআইনি জলের কারবার চলছিল ।এই খবর উত্তর চব্বিশ পরগনা জেলার ফুড সেফটি দপ্তরে গেলে তাদের নির্দেশে বসিরহাট স্বাস্থ্য জেলার ফুড সেফটি আধিকারিক ডক্টর অপরাজিতা মজুমদার বসিরহাট পুলিশ জেলার পুলিশকে সঙ্গে নিয়ে দশজনের একটি প্রতিনিধি দল আচমকাই হানা দেয় ভারত বাংলাদেশ সীমান্তের কলবাড়ি এলাকায়। সেখানে গিয়ে একদিকে জলের নমুনা সংগ্রহ করে জলে টিডিএস কত শতাংশ আছে সেটাও পরীক্ষা করলেন। দামি কোম্পানির লেভেল ও বোতল ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিল তার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই ওই কারখানাটি সিল করা হয়েছে। কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
What's Your Reaction?