Bankura : অফিস চত্বরে ১৮৫ রকম ফলের গাছ |

Bankura : অফিস চত্বরে ১৮৫ রকম ফলের গাছ |

May 31, 2023 - 15:13
 0  4

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক নিজের অফিসের কাজ ছাড়াও অবসর সময়ে করে থাকেন বিডিও অফিস চত্বরে বাগান চর্চা। ২০২০ সালে ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে যোগদান করেন শিশুতোষ প্রামাণিক। তারপর থেকেই ব্লকের কাজ ছাড়াও করে আসছেন ফলের বাগান তৈরি। ২০২৩ সালে দাঁড়িয়ে ছাতনা বিডিও অফিস প্রাঙ্গণের বাগানে রয়েছে প্রায় 35 রকমের আমগাছ,150 ধরনের বিভিন্ন স্থানীয় এবং এক্সোটিক ফল। আমের মৌসুমে আমের উপর আলোকপাত না করলেই নয়। বাগানে রয়েছে আমেরিকান পালমার, চিয়াং মাই আম যেটা লম্বায় প্রায় ১৮ ইঞ্চি পর্যন্ত যেতে পারে, তাছাড়াও বহু দেশী আম ও আপেল গাছ। ছোট থেকেই গাছ লাগানো এবং গাছ পরিচর্যা করার শখ ছিল শিশুতোষ প্রামাণিকের। সেই শখ একপ্রকার রূপায়িত করেছেন ছাতনা ব্লক অফিসের প্রাঙ্গণে।

 #bankura #garden #gardening #plants #uniqueplants

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow