নখকে সুন্দর ও মজবুত করে তুলুন ঘরোয়া উপায়ে।
নখকে সুন্দর ও মজবুত করে তুলুন ঘরোয়া উপায়ে।
শরীরের অন্যান্য অংশের মত নখেরও বিশেষ যত্নের প্রয়োজন হয়। যদি আপনি নখের সঠিকভাবে যত্ন না নেন, তাহলে সেগুলি শুষ্ক ও দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে যায়। মহিলাদের মধ্যে লম্বা নখ রাখার চল বেশি এবং তাঁরা বেশ পছন্দ করেন নখ রাখতে।আজ আমরা কথা বলবো এই নাখকে কি ভাবে ঘরোয়া উপায়ে ভালো রাখা যায় সেই নিয়েই কথা বলবো আমারা।
ভিটামিন ই তেলের ব্যাবহারে নখ মজবুত ও ভালো হবে। ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ নারকেলের তেল। এই সব উপাদান গুলিকে ভাল করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। আপনি যদি চান, তাহলে অল্প করে এই তেলকে গরম করে নিতে পারেন। এরপর তেলের এই সংমিশ্রণটি আপনার নখের কিউটিকলে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সারারাত নখের ওপর লাগিয়ে রাখতে পারেন এতে নখ মজবুত ও ভালো থাকে।
তাই ত্বকের যত্নের সাথে সাথে নখের যত্ন ও প্রয়োযন। #story #nailart #healthylifestyle @ubanglatvofficial
What's Your Reaction?