Darjeeling : দার্জিলিং যাচ্ছেন ? তবে আপনার জন্য রয়েছে দুসসংবাদ

Darjeeling : দার্জিলিং যাচ্ছেন ? তবে আপনার জন্য রয়েছে দুসসংবাদ

Jul 20, 2023 - 15:31
 0  2

দার্জিলিং বেড়াতে এসে জয়রাইড পরিসেবা থেকে বঞ্চিত থাকতে হবে পর্যটকদের ফলে মুখ ভার পর্যটকদের ।
লাভের কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ (ডিএইচআর) বেশ কিছু জয় রাইড চালিয়ে সফল। তবে বর্ষার সময় এমনিতে পর্যটকের সংখ্যা অনেক কমে যায় তার ওপর মাঝে মধ্যেই পাহাড়ে ধস নেমে টয়ট্রেন পরিসেবার সাময়িক বন্ধ রাখতে হয়। ফলে এবার আগেভাগেই চারটি জয়রাইড পরিসেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ডিএইচআর। এক বিজ্ঞপ্তি জারি করে উত্তরপূর্ব সীমান্ত রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাবী দে জানিয়েছেন, "উত্তরপূর্ব সীমান্ত রেলের (ডিএইচআর)সেকশনে লাগাতার বৃস্টিপাতের কারণে কয়েকটি জয় রাইড ট্রেনের পরিষেবা বাতিল থাকবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ৫২৫৯৪, ৫২৫৯৮, ৫২৫৪৪ (স্টীম জয় রাইড) এবং ৫২৫৯৭ (ডিজেল জয় রাইড) ২০ জুলাই থেকে ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত বাতিল থাকবে। মুলত হিমালয়ের পাদদেশে অবস্থিত ডিএইচআর ইউনেস্কো খ্যাত ঐতিহ্যবাহী স্থানটি পর্যটকদের প্রিয় এমটি ভ্রমণ করা স্থান। কেননা এটি ভারতে শ্রেষ্ঠ টয়ট্রেনের অভিজ্ঞতা প্রদান করে। উল্লেখ্য, বর্ষার সময়ে পাহাড়ে প্রতিবছরই পর্যটকদের সংখ্যা কম থাকে। আবার পুজোর সময় থেকে পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পায়। উত্তরবঙ্গে এখন ভরা বর্ষা। পাহাড়ে ধস নামা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপর সম্প্রতি টয়ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটেছে। পাহাড়ের মাটি অতিবৃষ্টির ফলে আলগা হয়ে রয়েছে। গতবছর বর্ষাতেই মাটি আলগা হয়ে টয় ট্রেনের লাইন ধসে গিয়েছিল। তখন বেশ কয়েকদিন টয়ট্রেন পরিসেবা বন্ধও রাখতে হয়েছিল। চালকদের এসময় বেশ সতর্কভাবেই টয়ট্রেন চালাতে হয়। পাশাপাশি এ সময় পর্যটকের সংখ্যা একেবারেই কমে যায় তাই এতবেশি টয়ট্রেন চালিয়ে যাত্রী পাওয়ার আশা ক্ষিণ। ফলে সব দিক মাথায় রেখে আপাতত প্রায় এক মাস ১০দিন মতো জয় রাইড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই রেল সুত্রে জানা গিয়েছে। তবে যে কয়জন পর্যটক পাহাড় সফরে থাকবেন তারা যাতে নিরাশ না হন সে কারণেই এনজেপি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত টয়ট্রেন পরিসেবা সচল থাকছে বলে জানিয়েছে রেল। শুধু দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যে একজোড়া টয়ট্রেন চলত সেই দুটি টয়ট্রেন বন্ধ থাকছে। তবে সেপ্টেম্বর মাস থেকে ফের জয় রাইড স্বমহিমায় ফিরে আসবে বলে রেল জানিয়েছে। #breakingnews #newstoday #banglanews #darjeeling #darjeeling_tour #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow