Purba Burdwan : নিহত সিপিএম কর্মীর বাড়িতে এলেন মীনাক্ষী মুখার্জী

Purba Burdwan : নিহত সিপিএম কর্মীর বাড়িতে এলেন মীনাক্ষী মুখার্জী

Jul 20, 2023 - 16:03
 0  4

পূর্ব বর্ধমান:- ভোটের সময় আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে খুন হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। তার স্মরণে বৃহস্পতিবার আউশগ্রামের মোরবাঁধে দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সিপিএমের এই স্মরণসভায় যোগ দেন সিপিএমের রাজ্য যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মোরবাঁধে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক শেষে মীনাক্ষী বিষ্ণুপুর গ্রামে নিহত রাজিবুল শেখের পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উলেখ্য পঞ্চায়েতের ভোটের আগেরদিন বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের চত্বরে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। ভোটের দিন তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পরিবার স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। তবে এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন," পুলিশ প্রশাসন যদি পঞ্চায়েত ভোটের আগে থেকে, পঞ্চায়েত ভোটের দিনে এবং ভোটের পরে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করত তাহলে এরকম রাজিবুলের মতন ছেলেদের হারাতে হত না। এই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা যোগবদ্ধভাবেই লড়াই করব।" এদিন নিহত সিপিএম কর্মীর বাবা মোজাম্মেল শেখ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি #banglanews #newstoday #newslive #breakingnews #cpim #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow