Siliguri : ক্রেতার অভাবে ধুকছেন ব্যবসায়ীরা, গরমের হাত থেকে পরিত্রাণের আশায় শহরবাসী |
Siliguri : ক্রেতার অভাবে ধুকছেন ব্যবসায়ীরা, গরমের হাত থেকে পরিত্রাণের আশায় শহরবাসী |
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও হাসফাস গরমে নাজেহাল শহরবাসী। শহরের রাস্তা ঘাট প্রায় জনমানব শূন্য। যাদের কাজের জন্য বাইরে বের না হয়ে উপায় নেই সেই সমস্ত পথচারীরা গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে ঠান্ডা পানিয় খেয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করে চলেছেন। মহিলাদের পাশাপাশি পুরুষদেরও ছাতা মাথায় রাস্তায় বেরিয়ে সুর্যের প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচার চেষ্টা করতে হচ্ছে। কেউ বা আবার কিছুক্ষণ গাছের ছায়ায় শীতল হবার প্রয়াস চালান। রিক্সা চালকরা রিক্সায় ছাতা লাগিয়ে চলাফেরা করছেন। এই গরমের কারণে রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে তাই বিক্রি কমেছে ব্যবসায়ীদের। তবে আখের রস, ডাব সহ তালের শাসের দোকানে রয়েছে কিছুটা ভিড়। যদিও গরমের কারণে ক্রেতার তেমন দেখা নেই মতে মত ব্যবসায়ীদের। এই গরমের হাত থেকে পরিত্রাণ পেতে চাইছেন সকলে। #newstoday #newsvideo #curentaffairs #siliguri @ubanglatvofficial
What's Your Reaction?