Tripura : উইকেন্ড ট্যুরিস্ট হাবের উদ্বোধন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার
Tripura : উইকেন্ড ট্যুরিস্ট হাবের উদ্বোধন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো উইকেন্ড ট্যুরিস্ট হাবের।আগরতলার উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদ এবং তার সংলগ্ন এলাকাকে পর্যটকদের জন্য সপ্তাহের শনিবার এবং রবিবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।ফলক উণ্মোচনের মধ্য দিয়ে এর সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,ত্রিপুরার মুখ্যসচিব জে.কে সিনহা,ত্রিপুরার পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা সহ অন্যান্যরা। বক্তারা জানান, এখন থেকে প্রতি শনিবার ও রবিবার আগরতলা লক্ষ্মীনারায়ন বাড়ি রোডস্থিত শেরোয়ালি সুইট কর্নার থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনী এবং জ্যাকসন গেট ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এলাকায় "নো ভেহিক্যাল জোন থাকবে"। অর্থাৎ কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবেনা আগরতলা রাজবাড়ি তথা উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে দিয়ে। এবং শনিবার ও রবিবার দুদিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ এবং পুলিশ প্রশাসন নিযুক্ত থাকবে ওই এলাকায়। এই হাব গ্রীষ্মকালে প্রতিদিন চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শীতকালে বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে। ৬ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে আগরতলা রাজবাড়ি তথা উজ্জ্বয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড শো ব্যবস্থাও উন্মুক্ত থাকছে পর্যটকদের জন্য। এছাড়াও আগরতলা রাজবাড়ি তথা উজ্জ্বয়ন্ত প্রাসাদের রাধাসাগর লেকে প্যান্ডেল বোটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উইকেন্ড ট্যুরিস্ট হাবকে কেন্দ্র করে। এছাড়াও এই উইকেন্ড ট্যুরিস্ট হাবকে কেন্দ্র করে চলমান খাবার দোকানের ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠান কে কেন্দ্র করে আগরতলা রাজবাড়ি তথা উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে দর্শকদের সমাগম ছিল চোখে পড়ার মত। #tripura #tripuradailynews #tripuratoday #tripuranews #banglanews #breakingnews #newslive #newslive #viralnews #bengalinews #kolkatanews #westbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?