Nadia : প্রধান শিক্ষক না থাকলে কোন ছাত্র ছাত্রী আর স্কুলে আসবেনা : U Bangla TV
Nadia : প্রধান শিক্ষক না থাকলে কোন ছাত্র ছাত্রী আর স্কুলে আসবেনা : U Bangla TV
বদলি হয়েছে প্রধান শিক্ষক, ওই প্রধান শিক্ষক না থাকলে কোন ছাত্র-ছাত্রী আর স্কুলে আসবেনা। পুনরায় ওই শিক্ষককে ওই স্কুলে রেখে দেওয়ার দাবি তুলে বিক্ষোভ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায় ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন শিক্ষক রবীন্দ্রনাথ নাথ। তিনি নিজে থেকেই পরবর্তীকালে শিক্ষা দপ্তরে বদলি হওয়ার জন্য আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট দপ্তর থেকে তার কাছে লিখিত ভাবে বদলীর অর্ডার এসে পৌঁছায়। সেই খবর জানাজানি হতেই এদিন ওই স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের একাধিক অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিভাবকদের দাবি ওই শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা প্রচুর ভালবাসা এবং শিক্ষা লাভ করেছে। সেই কারণে ওই প্রধান শিক্ষক যদি বদলি হয়ে যায় তাহলে কোন ছাত্রছাত্রী আর স্কুলে আসতে চাইছে না। অভিভাবকরা চাইছেন অবিলম্বে শিক্ষা দপ্তর তরফ থেকে এই ট্রান্সফার অর্ডার বাতিল করা হোক। যদিও অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দাবি অনৈতিক বলেই মনে করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ নাথ। তিনি বলেন একটি নিয়মের মধ্যে দিয়ে তার বদলি অর্ডার এসেছে। যিনি এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসছেন নিশ্চয়ই তিনিও খুব ভালো পড়াশোনা করাবেন। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?