Murshidabad : ভবিষ্যতে অনিশ্চিতয়তার মুখেই আটকে থাকছে
Murshidabad : ভবিষ্যতে অনিশ্চিতয়তার মুখেই আটকে থাকছে
আছে একটা ঘড়! কিন্তু আদেও কি এটা ঘড়? আসলে তো চিলেকোঠা !! মাথার উপর বিছানো খরের ছাউনি তার ফাঁকেই উকি মারে খোলা আকাশ।সেই আকাশে কখনো সূর্য কখনো চাঁদ সব আলোই সে পায়!! আর বৃষ্টি নামলে একটা ছেঁড়া তৃপ্রল দিয়ে ঢাকতে হয় মাথার উপর টাকে। এভাবেই বেঁচে আছে উদয় চক্রবর্তী ও বাবলি চক্রবর্তীর সংসার । আর এই সংসারেই বছর ১৮ আগে কোল আলো করে এসেছিল ফুটফুটে এক কন্যা। এক ফালি ঘরেই সেই কন্যা যেন চাঁদের আলোয় আলোকিত হতো। দিন কেটেছে প্রবল অভাব অনটনের সঙ্গে অগুন্তী যন্ত্রণার মধ্যে দিয়ে,তবে তবুও হাল ছাড়েনি সে। মনের অদ্যম ইচ্ছা ছিলো জীবনে বড় হতে হবে,তাই প্রাথমিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পেরিয়ে সে আজ সে মুর্শিদাবাদের স্বপ্ন। ভাবতে অবাক লাগলেও এই ঘটনা সত্যি!!!মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্ৰামের হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী সুস্মিতা চক্রবর্তীর সাফল্যে আজ গর্বিত পরিবার-পরিজন থেকে এলাকাবাসী।।শারীরিক অক্ষমতার কারণে পেশায় পুরোহিত বাবা উদয় চক্রবর্তী অনেকদিন আগে থেকেই হারিয়েছে কাজ করার ক্ষমতা,, তারপর মা' বাবলি চক্রবর্তীর কাঁধে ভর দিয়েই চলে কোনক্রমে দিন গুজরান ।তবে শত বাধা পেরিয়ে উচ্চমাধ্যমিকে 95% নম্বর তুলেও আজোও সুস্মিতার উচ্চশিক্ষার ভবিষ্যত অনিশ্চিতয়তার মুখেই আটকে থাকছে। #newstoday #news #murshidabad #murshidabadnews #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?