বিদেশে চাকরির আশা নিয়ে বিদেশে পাড়ি দিয়ে বিপদে পড়লো তিন যুবক
এজেন্ট এর হাত ধরে মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে গিয়ে বিপদে পড়লেন তিন যুবক। মোটা টাকা রোজগারের আশায় মালয়েশিয়া গিয়ে কার্যত গৃহবন্দী হয়ে না খেতে পেয়ে দু’মাস ধরে আটকে রয়েছেন তাঁরা। এই বিপাকে পড়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খড়গ্রাম গ্রামের তিন যুবক,যাতে অবিলম্বে তাদের দেশে ফেরানো হয় তার আবেদনও জানিয়ে মালয়েশিয়া থেকে একটি ভিডিও পাঠিয়েছেন তাঁরা। এই ঘটনায় প্রচণ্ড উৎকণ্ঠায় তাঁদের পরিবার। ছেলেদের ফিরিয়ে আনা ও এজেন্টদের শাস্তি চেয়ে থানায় যাওয়ার পথে মৃত্যু হয়েছে এক যুবকের বাবার। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার বড়ঞা হাসপাতাল মোড়ের কাছে। তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন ও পুলিশ।
খড়গ্রাম গ্রামের বাসিন্দা সিটন শেখ, লুৎফর রহমান ও হাসিবুল শেখ। দু’মাস ধরে তাদের
মালয়েশিয়ায় একটি ঘরে আটকে রেখেছে। কোনও টাকা-পয়সা না থাকায় বাড়ি ফিরতে পারছে না। যে এজেন্টরা ছেলেদের নিয়ে গিয়েছিল তাঁদের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। সমগ্র ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। #youtube #murshidabad #murshidabad_news @ubanglatvofficial
What's Your Reaction?