সামান্য বৃষ্টির আশায় কৃষকেরা
বৃষ্টির দেখা নেই। বীজ থেকে চারা বের হলেও, বৃষ্টি না পেয়ে মাঠেই শুকিয়ে যেতে বসেছে চারাগাছ। ফলে মাথায় হাত কৃষকদের। বৈশাখের শুরুতেই এমনই ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের সাগরপাড়ায়। সাগরপাড়ার ধনিরামপুর, নটিয়াল, জয়পুর, খয়রামারী, নরসিংহপুর , দেবীপুর সহ বিস্তীর্ণ এলাকার মাঠে প্রধান অর্থকারী ফসল পাট চাষে হয়েছে ব্যাপক ক্ষতি। বিঘা প্রতি জমিতে সেচ করতে খরচ হচ্ছে প্রায় এক হাজার টাকা। কেউ দুবার কেউ আবার তিনবার জমিতে সেচ করছেন। একদিকে তীব্র গরম, অন্যদিকে জমির ফসল বাঁচাতে এখনও আকাশের দিকে তাকিয়ে করুন কৃষকরা। #youtube #murshidabad_news #murshidabad @ubanglatvofficial
What's Your Reaction?