Nadia: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙর ভেঙে রক্তাক্ত ছাত্রী

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙর ভেঙে রক্তাক্ত ছাত্রী

Apr 7, 2023 - 17:08
 0  5

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙ্গর ভেঙে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। মারাত্মকভাবে শরীরের বিভিন্ন অংশ লাগে চোট, ভেঙে যায় পা, এছাড়াও ফেটে যায় মাথা। ঘটনার পর থেকেই বিদ্যালয়ের ভগ্নদশা নিয়ে ক্ষোভ প্রকাশ একাধিক অভিভাবকদের,। ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি ওয়ান নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের। আহত স্কুল ছাত্রীর নাম বিউটি সরকার। বাবা বুদ্ধদেব সরকারের দাবি, ওই বিদ্যালয়ের ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনের মতো পঠন পাঠনের জন্য যায় বিউটি। পঠন পাঠন চলাকালীন হঠাৎই ছাদে লাফ দেয় হনুমান, এর পরেই একটি চাঙর ভেঙে পড়ে ছাত্রীর মাথায়। ঘটনার খবর আসে তাদের কাছে, এর পরেই বিদ্যালয়ে ছুটে যান তিনি। তড়িঘড়ি ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। স্কুল ছাত্রীর বাবা বুদ্ধদেব সরকারের দাবি, মেয়ের মাথায় বেশ খানিকটা জায়গা জুড়ে কেটে যায়, এছাড়াও পায়ে গভীর আঘাত লাগার কারণে ভেঙে যায় পা। যদিও গতকাল শক্তিনগর হাসপাতালে চিকিৎসার পর আজ স্কুল ছাত্রীকে নিয়ে আসা হয় বাড়িতে, আজ স্কুল ছাত্রী বাড়িতে আসার পরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা দেখতে আসে, এর পরেই বিদ্যালয়ের ভগ্ন দশা নিয়ে একাধিক ক্ষোভ উগরে দেন তারা। যদিও বেশি অংশ অভিভাবকদের দাবি যতদিন না পর্যন্ত বিদ্যালয়ের ভগ্নদশা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন না তারা, কারণ যখন তখন তো আবারও এই দুর্ঘটনা ঘটতে পারে। এমনিতেই ঘটনার পর থেকে যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘটনাটি আমরা জানার পরে আহত ছাত্রীর বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে কথা বলেছি, এছাড়াও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যে ঘরে বসে সেই ঘরটি যাতে দ্রুত ঠিক করার ব্যবস্থা করা হয় সেই নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। #nadia #accidentnews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow