Malda : বিদ্যালয়ের ডাইনিং রুম নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ : U Bangla TV

Malda : বিদ্যালয়ের ডাইনিং রুম নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ : U Bangla TV

Mar 28, 2024 - 18:50
 0  4

হরিশচন্দ্রপূর সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে প্রায় ছয় লক্ষ্য টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছিলো ডাইনিং রুম।আর সেই ডাইনিং রুম নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে দাবি করে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখলেন গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম মালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাইনিং রুম নির্মাণে ১৬ এমএম রড এর পরিবর্তে দেওয়া হয় ১০ এমএম রড এবং ঘরের মেঝে কারচুপি করে ঢালাই করা হয়েছে,তাই একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।হাত দিলেই উঠে আসছে ঢালাই।তাই এদিন ঠিকাদারকে পেয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।ইলাম গ্রামের বাসিন্দা বাবলু আনসারী ও জুবের আলমেরা জানান, কাজ শুরু হওয়ার প্রথমদিন থেকে নিয়ম না মেনে কাজ করেই চলছে ঠিকাদার।এছাড়াও তারা জানান বিডিও এবং এসডিও দফতরে লিখিত অভিযোগ জানিয়েছন তারা । প্রসাশনের কাছে তারা দাবি রাখছেন যেন সঠিক ভাবে কাজ হয়।যদিও ডাইনিং রুম নির্মাণকারী ঠিকাদার রুকসেদ আলি বলেন, স্থানীয় দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য,একজন পঞ্চায়েত সমিতির সদস্য,প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করেছিলেন তিনি । এখন প্রায় ৭০ শতাংশ কাজ হয়ে গেছে।যেদিন ঘরের মেঝে ঢালাই করেন সেদিন বৃষ্টি হয়েছিল,তাই মেঝের যেদিকে ঢাল ছিল সেইদিক মাটি বসে গিয়ে মেঝেতে ফাটল ধরেছে,বাকি অভিযোগ ভিত্তিহীন,কারণ কাজের প্রত্যেকটা স্টেজের ছবি তোলা হয়েছে বলেই তিনি জানান। তিনি আরও বলেন যেখানে ফাটল ধরেছে সেটা তিনি পুনরায় কাজ করে দিবেন ।এঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও তাপস কুমার মণ্ডল বলেন, তিনি অভিযোগটি পেয়েছেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #Malda #Maldanews #Newstoday #Banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow