Siliguri : রাত পোহালে ভ্যালেন্টাইন ডে : U Bangla TV
Siliguri : রাত পোহালে ভ্যালেন্টাইন ডে : U Bangla TV
সরস্বতী পুজো মানেই বাঙালি ভ্যালেন্টাইন ডে আবার এদিনই পড়েছে ইংরেজি valentine's day ও তাই ইতিমধ্যেই জমে উঠেছে শিলিগুড়ির বাজার। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ইতিমধ্যেই মত্ত সকল পড়ুয়ারা। বিভিন্ন ইস্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন অফিসে বাগদেবীর আরাধনায় বেশ কয়েকদিন আগে থেকেই মেতেছেন সকলে। অন্যদিকে ১৪ ই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকাদের valentine day। ঠিক পুজো ও ভ্যালেন্টাইন ডের আগের দিন শিলিগুড়ির বাজারে দেখা মিলল স্কুল পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ভিড়। একদিকে প্রেম দিবসে উপলক্ষে লাল হলুদ সহ বিভিন্ন রঙের গোলাপের পসরা নিয়ে বসেছেন ফুল ব্যবসায়ীরা অন্যদিকে পুজো উপলক্ষে ইতিমধ্যেই কেনাকাটা শুরু করেছেন সকলেই। প্রতিমা থেকে শুরু করে পুজোর আনুষাঙ্গিক সামগ্রী নিতে ব্যস্ত ক্রেতারা। অন্যান্য বছরের ন্যায় এবছরও গ্রাহকদের ঘাটতি মেটাতে সবকিছুই রয়েছে। উল্লেখ্য, গত বছর পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী পলাশ ফুলের চাহিদা থাকলেও যোগান ছিল অনেক কম তবে এবছর ঘাটতি মিটিয়ে বাজারে অঢেল রয়েছে পলাশ ফুল। অন্যদিকে গ্রাহকদের নাগালেই রয়েছে ফল - ফুলের দর এমনটাই জানালেন বাজার কমিটি সহ বিক্রেতারা। পাশাপাশি শুধু শহর শিলিগুড়ি নয় পাহাড় থেকে প্রতিমা সহ পুজোর আনুষঙ্গিক সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন পাহাড়বাসীরা। #siliguri #siligurinews #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?