Mursidabad : জোড়া সোনা জিতলো সীমান্তের মেয়ে ফাহামিদা : U Bangla TV

Mursidabad : জোড়া সোনা জিতলো সীমান্তের মেয়ে ফাহামিদা : U Bangla TV

Jan 3, 2024 - 16:39
 0  1

জোড়া সোনা জিতলো সীমান্তের মেয়ে ফাহামিদা। ১৩ তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফাহামিদা নাসরীন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটান কে হারিয়ে সোনার জোড়া পদক জেতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা। গত ৩০ এবং ৩১ শে ডিসেম্বর ২০২৩ সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন, ফাহমিদার পাশে সব সময় তার মা সেলিনা পারভীন কোচ হিসেবে উপস্থিত ছিলেন । ফাহমিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে, তবে জোড়া সোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজনও। কিভাবে পৌঁছালেন এই জায়গায় , কেমন ছিল তার জীবন শুনবো তার কাছে___ শুরুতেই মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহাতাব সেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা, পড়াশুনা থেকে ক্যারাটে সব সময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারভীন। মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসেবে পুরুষ্কৃত করা হয় মা সেলিনা পারভীনকেও। মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক । এই ঘটনায় আনন্দিত মা ও মেয়ে। গর্বিত গোটা জেলাবাসী। আর এই প্রসঙ্গে কি বললেন সেলিনা শুনবো? #mursidabad #murshidabadnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow