Mursidabad : মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ দিবস পালন : U Bangla TV
Mursidabad : মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ দিবস পালন : U Bangla TV
আজ মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ দিবস। উল্লেখ্য ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি নতুন দিল্লির বিড়লা ভবনের মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন। তার হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন এক জন হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল। ১৯৪৯ সালের ১৪ নভেম্বর তাদের ফাঁসি দেওয়া হয়। নতুন দিল্লির রাজঘাটের স্মুতিসৌধে লেখা আছে "হে রাম" যাকে অনুবাদ করে বলা যায় "ও ঈশ্বর"। এই দু’টি শব্দকে গান্ধীর শেষ কথা বলে বিশ্বাস করা হয়।আর তাই মঙ্গলবার সকালে ফারাক্কা ব্যারেজের গান্ধী মূর্তিতে মাল্যদান ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।ফারাক্কার প্রাক্তন সভাপতি আরুনময় দাস বলেন আজ জাতির জনক গান্ধীজীর প্রয়াণ দিবস আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত আজ সমস্ত জেলার পাশাপাশি ফারাক্কা ব্যারেজের গান্ধী মূর্তি পাদদেশে তাকে শ্রদ্ধা জানানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ,ফারাক্কা টাউন সভাপতি বিশ্বজিত সরকার,প্রাক্তন সভাপতি অরুণময় দাস,আমল মিশ্র,দাসু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। #newstoday #banglanews #mursidabad @ubanglatvofficial
What's Your Reaction?