Alipurduar : রাতে ঘুম নেই দক্ষিন পানিয়ালগুড়ির বাসিন্দাদের

Apr 16, 2023 - 12:21
 0  1

বর্ষা আসতে কিছুটা দেরি , তবু যেন রাতে ঘুম নেই দক্ষিন পানিয়ালগুড়ির বাসিন্দাদের৷ বর্ষা আসলেই তো শুরু হবে নদীর ভাঙ্গন ৷ আলিপুরদুয়ার জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরেই মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েত ৷ দুই নম্বর ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের অন্তঃগত দক্ষিন পানেয়ালগুড়ি গ্রামে ১৫ টি পরিবারের বসবাস ৷ মূলত কৃষি ভিত্তিক ও সুপারি বাগান দিয়েই উপার্জন এই গ্রামের বাসিন্দাদের ৷ গ্রামের পাশ দিয়েই বয়েগিয়েছে পাহাড়ি নদী কালকূট ৷ বর্ষায় ভয়াবহ আকার নেয় এই নদী ৷ নদীর ভাঙ্গনে তলিয়ে গিয়েছে কৃষি জমি , সুপারি বাগান ৷ আর তাতেই ঘুম উড়েছে এই গ্রামের বাসিন্দাদের ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে নদীর ভাঙ্গনকে সামনে এনে গ্রামের মানুষ যেমন সরব হয়েছেন ৷ তেমনি সরব হয়েছেন বিরোধী দল গুলো ৷ কংগ্রেসের জেলা নেতা শান্তনু দেবনাথ বলেন এটা লজ্জার , জেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামের মানুষকে রাত জাগতে হচ্ছে নদীর ভাঙ্গনের জন্য ৷ শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি ৷ বিজেপির জেলা নেতা মিঠুন রায় বলেন দেখা যাবে নদীর বাঁধ সরকারি কাগজে হয়ে গিয়েছে , কিন্তু বাঁধ হয়নি ৷ তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন স্হানীয় গ্রামপঞ্চায়েত কে দিয়ে এই কাজ সম্ভব নয় , সেচ দপ্তরকে বলা হয়েছে ৷ পানেয়ালগুড়ি এলাকায় নদীর বাঁধ করা হবে ৷ এখন দেখার এই অঞ্চলের মানুষ কবে রাতে নিশ্চিন্তে ঘুমান৷ | #youtube #alipurduar #alipurduarnews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow