Purulia : নির্বাচনী আবহে তিলাবনির পথে U বাংলা টিভি
Purulia : নির্বাচনী আবহে তিলাবনির পথে U বাংলা টিভি
নির্বাচনী আবহে তিলাবনির পথে U বাংলা টিভি* পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতির শেষ লগ্ন । আমরা পৌঁছেছিলাম পুরুলিয়ার বরাবাজারের আদিবাসী অধ্যুষিত গ্রাম তিলাবনি । উপরপাড়া, নামোপাড়া মিলে তিনটি টোলা ঘুরে দেখলাম ।বৃষ্টি নেই তাই চাষের কাজ নেই । রান্না গ্যাসে নয়, জঙ্গলের কাঠেই ভরসা। গরু ছাগল ভেড়া চরিয়ে দিন কাটে অনেকের । ১০০ দিনের কাজ বন্ধ । কেউবা গেছে বাইরে কাজ করতে। সারি সারি কাঁচা মাটির বাড়ি। আবাসে চাপা ক্ষোভ। রেশন পায়,তবুও আধার কার্ডের কারনে কিছুজনের রেশন অমিল।পথের দু'ধারে রাজনৈতিক দলের পতাকা। শাসকদলের প্রচারে খামতি। কি বলছে, তিলাবনী? #breakingnews #newstoday #panchayatelection #purulia #westbengalnews #banglanews #viralvideo @ubanglatvofficial
What's Your Reaction?






