Assam : ব্যতিক্রমী বিবাহ : U Bangla TV

Assam : ব্যতিক্রমী বিবাহ : U Bangla TV

Jan 30, 2024 - 14:46
 0  2

ভাগ্যের কি পরিহাস, এক ব্যতিক্রমী বিবাহ। বর মরিগাওয়ের । বধু কর্বি আংলং জেলার । ছেলে দৃষ্টিশক্তিহীন । ৫ বছর বয়সে এক জটিল রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে বর জয়ন্ত ।। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছে জয়ন্ত , এবং সে অসহায় হয়ে পড়েছে মা-বাবাকে হারিয়ে ধরমতুলার পিতৃ গৃহ ছেড়ে মরিগাওয়ের রূপহী বড়ি মামার ঘরে এসে পড়ে জয়ন্ত। তারপর গুয়াহাটি অন্ধ বিদ্যালয় এর সপ্তম শ্রেণীতে শিক্ষা গ্রহণ করার সময় জয়ন্তর পরিচয় হয় কর্বি আংলং জেলার বকলিয়াঘাটের বাবা হারা মেয়ে দিশাস্মৃতি হাজারিকার সাথে । এভাবে ই একে অপরের সাথে প্রেমে আবদ্ধ হয় যুবক-যুবতী। কিন্তু থাকার জন্য নিজের ঘর একটি না থাকায় বিশেষভাবে সক্ষম জয়ন্ত বিয়ে করে কিভাবে, কিন্তু প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে থাকা দিশারস্মৃতি এবং জয়ন্ত একে অপরকে ছেড়ে থাকতে ইচ্ছা নেই তাই প্রেমের তাগিতাতে দুজনে একসাথে হয়ে মরিগাও জেলা আধিকারিকের কাছে গেল, মরিগাওয়ের জেলা আধিকারিক দেবাশীষ শর্মার একান্ত প্রয়াসে এবং জেলা প্রশাসনের বিষয়য়া কর্মচারী এবং মরিগাঁও জেলার একাংশ লোকের প্রয়াসে মরিগাও আবর্ত ভবনে দুজনকে ও পরিবারের উপস্থিতিতে আজ দুজনে একসাথে বিবাহপাসে আবদ্ধ হল । কন্যাদান করে জেলার মিন উন্নয়নের আধিকারিক ভাস্করজ্যোতি নাথ। পুরো বিয়ের ব্যবস্থা করেন জেলার পশুপালক , ও পশু চিকিৎসক নিরুপৎ কলিতা। পাশাপাশি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এই বিয়েতে উপস্থিত ছিলেন আলমারি ফার্নিচার বিছানা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সামগ্রিক দিয়ে, নিত্য প্রয়োজনীয় সামগ্রিকের জন্য যাতে কোন অসুবিধা সৃষ্টি না হয় তার ব্যবস্থা তারা সকলে করে দিয়েছে। জয়ন্ত ও দিশা স্মৃতির জন্য একটি ঘর তৈরি করে দিয়েছে ।তারা সকলে কামনা করছে এই নব দম্পতি যেন সুখ শান্তিতে থাকে। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow