Murshidabad : সেন বাড়ির উমাকে মর্তে আহ্বান : U Bangla TV
Murshidabad : সেন বাড়ির উমাকে মর্তে আহ্বান : U Bangla TV
বহরমপুরে প্রাচীন সেন বাড়িররীতি মেনে রথযাত্রার দিনে কাঠামো পুজোর মধ্য দিয়ে উমার মর্তে আসার শুভ সূচনা হলো । ১৮৯৬ সালে বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারের এই সেন বাড়িতে রাধাকৃষ্ণ সেনের হাত ধরে শুরু হয় সেন বাড়ির এই দুর্গাপুজো। তবে এই বাড়িতেই বিন্দুবাসিনী দেবী অনেক আগে থেকেই জগদ্ধাত্রী পুজো করতেন বলে জানা যায়। কথিত আছে, সেন বাড়ির ঠাকুর অত্যন্ত জাগ্রত। বহু বছর আগে সপ্তমীর দিন ঘটে জল ভরে ফেরার পথে , ভুলক্রমে পুরোহিতের পা লেগে যায় ওই ঘটে, ওইদিনই পুরোহিতের মৃত্যু ঘটে। পুনরায় নতুন পুরোহিত দিয়ে নতুন ঘট ভরে পুজো শুরু হয়। অতীতে দুবার দেবীর কাঠামো ভাগীরথী নদীতে ভেসে গেলেও কোনও অদৃশ্য শক্তির প্রভাবে তা ফেরত পাওয়া যায়। শোনা যায়, কয়েক বছর আগে তীব্র পারিবারিক বিরোধের ফলে সেন বাড়ির এই পুজো বন্ধ হয়ে যাচ্ছিল। তবে অনেকেরই বিশ্বাস দেবীর মহিমার কারণে তা বন্ধ হয়নি, পরিবর্তে সাড়ম্বরে প্রতিবছর পুজো হয়ে থাকে। #newstoday #news #bdlivenews #murshidabad #banglatvlive @ubanglatvofficial
What's Your Reaction?