Serampore : ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীর পড়ে মাহেশের রথ
#newstoday #banglanews #news#mahesh #rathyatra #serampore @ubanglatvofficial
ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীর পড়ে মাহেশের রথ, সেই রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছেন মহেশের রথ প্রাঙ্গনে, ৬২৮ তম বর্ষে পদার্পণ করল রথযাত্রা । রথের দিন বৈকাল ৪ ঘটিকায় রথের টান শুরু হয় সাধারণত। বিভিন্ন পূজার মাধ্যমে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর পূজা রচনা করা হয় মন্দির প্রাঙ্গনে । জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি যাবেন। রাজ্য পুলিশের তরফ থেকে এবং রথযাত্রা কমিটির পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে। আস্তে আস্তে ভিড়ের সংখ্যা বৃদ্ধি পায় এই রথযাত্রা উপলক্ষে । মহেশের সাথে শ্রীরামপুর মিলন মেলায় পরিণত হয়েছে। কারণ এখানে শুধুই যে পুজো হয় তা নয়, এখানে এই পুজোকে কেন্দ্র করে চলে বিভিন্ন মনোরঞ্জনকর অনুষ্ঠান। পরিবেশন হয় সংস্কৃতিক নৃত্য। #newstoday #banglanews #news#mahesh #rathyatra #serampore @ubanglatvofficial
What's Your Reaction?