Murshidabad : ঘন কুয়াশার দাপটে চরম চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষীরা : U Bangla TV
Murshidabad : ঘন কুয়াশার দাপটে চরম চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষীরা : U Bangla TV
ঘন কুয়াশার দাপটে চরম দুশ্চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষীরা। নতুন বছরের প্রথম থেকেই বাড়তে শুরু হয়েছে কুয়াশা, বর্তমানে বিকেল হলেই বাড়ছে কুয়াশা যার দাপট থাকছে রিতিমত সকাল ১০ টা অবধী। যেকারনে মাটির তলায় পচে যাচ্ছে বহু নামী বেনামী আলু। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা ব্লক এলাকার আলু চাষিরা জানাচ্ছেন অকাল বর্ষণের কারণে এর আগেই ধান পচে গেছে জমিতে। কৃষকদের তারপরেও কোনরকমে ঋণ নিয়ে কালোবাজারে চড়া দাম দিয়ে সার কিনে বহুমূল্যের বীজ বসিয়ে আলু চাষ করতে হয়েছিল একটু লাভের আশায় । তবে এই সময়টা আলো উঠার সময় হলেও এখন বেড়েছে কুয়াশা যে কারণে আলুর গাছ মরে যাচ্ছে জমিতেই । ফলে রীতিমতো শুকনো অবস্থায় পরিণত হচ্ছে মাটির ভিতরের নতুন আলু যা বাড়ি নিয়ে যেতেই পচে যাচ্ছে। বহু নামি বেনামী আলু এই এলাকায় চাষ হয় তবে বর্তমানে কুয়াশা দাপটে সেই সমস্ত আলু নষ্ট হয়ে যাচ্ছে । চাষিদের কপালে ব্যাপক চিন্তার ভাঁজ, সকলেই এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছে #murshidabadnews #murshidabad #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?