Alipurduar : বন‍্যজন্তর সংঘাত রুখতে বিভিন্ন উদ‍্যোগ গ্ৰহণ করল বক্সা ব‍্যাঘ্র প্রকল্প : U Bangla TV

Alipurduar : বন‍্যজন্তর সংঘাত রুখতে বিভিন্ন উদ‍্যোগ গ্ৰহণ করল বক্সা ব‍্যাঘ্র প্রকল্প : U Bangla TV

Jan 14, 2024 - 16:04
 0  7

বন‍্যজন্ত ও মানুষের সংঘাত রুখতে বিভিন্ন উদ‍্যোগ গ্ৰহণ করল বক্সা ব‍্যাঘ্র প্রকল্প। বর্তমানে ঘন কোয়াশা চাদড়ে মুড়ে আছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা । সন্ধ্যা থেকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে সকাল দশটা ওবধি । এই কোয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকছে তাই জঙ্গল সংলগ্ন এলাকায় বন‍্যজন্তু ও মানুষের সংঘাত ঘটছে । সম্প্রতি বক্সা ব‍্যাঘ্র প্রকল্প জঙ্গল সংলগ্ন গ্ৰাম,চা বাগান এলাকায় বন‍্যজন্ত ও মানুষের সংঘাতের ঘটনা প্রায় দিনই সামনে আসছে। বন‍্যজন্ত ও মানুষের সংঘাত যাতে না ঘটে এজন‍্য বেশ কিছু উদ‍্যোগ গ্ৰহণ করল বনদফতর। ইতিমধ্যে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন গ্ৰাম ,বনবস্তি,চা বাগানে মাইকিং করা হচ্ছে যাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘন কোয়াশার মধ‍্যে ঘর থেকে বাইরে বের না হয়। এছাড়া বনবস্তি ও চা বাগান এলাকায় বনদফতর ও বাসিন্দাদের নিয়ে সভা করা হচ্ছে । এই বিষয়ে পানা রেঞ্জ অফিসার অর্ণব চৌধুরী জানান ঘন কোয়াশা মধ‍্যে দৃশ্যমানতা কম থাকায় বন‍্যজন্ত ও মানুষের সংঘাত হচ্ছে সেই সংঘাত যাতে না হয় সেজন্য সবাইকে বলা হচ্ছে সন্ধ্যা পর থেকে খুব সকালের দিকে ঘর থেকে না বের হয় । বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। #alipurduar #alipurduarnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow