West Bengal : গ্রামের অলিতে গলিতে রয়েছে মনীষী : U Bangla TV

West Bengal : গ্রামের অলিতে গলিতে রয়েছে মনীষী : U Bangla TV

Jan 31, 2024 - 15:27
 0  2

পশ্চিমবাংলায় সবুজে ঘেরা অনেক গ্রাম রয়েছে, যেখানে গেলে মনের শান্তি খুঁজে পাওয়া যায়। যেমন সুন্দর সাজানো তেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে মন হারিয়ে যেতে চায় বার বার। তাই তো খানিক ছুটি পেলেই অনেকেই ছুটি কাটেতে ছুটে যান শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি কোনও না কোনও গ্রামে। কিন্তু কখনও শুনেছেন কি? গ্রামের অলিতে গলিতে রয়েছে মনীষী? এমনই অবাক করা গ্রাম রয়েছে জলপাইগুড়ি শহরে। শুধু বাংলায় নয় আমাদের দেশেও বহু গ্রাম রয়েছে যা বিভিন্ন দিক থেকে সুন্দরের তকমা অর্জন করেছে। এর মধ্যে জলপাইগুড়ি শহরের এই গ্রাম যেন বাঁধিয়ে রাখার মতো ! প্রতিটি অলিতে গলিতে রয়েছে বিশিষ্ট মনীষি। এক কথায় বলাই যায় কবিতার মতো সাজানো এই গ্রাম। কোথায় এই গ্রাম? জলপাইগুড়ির পৌরসভা লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শানুপাড়া ঠিক এতোটাই সুন্দর করে সাজিয়ে তুলেছেন এই গ্রামের পঞ্চায়েত প্রধান। এই গ্রামে গেলেই চোখে পড়বে প্রতিটি অলি গলিতে একটি করে মনীষীর নাম। মূলত রাস্তা গুলির নামকরণ করতেই এমন অভিনব ভাবনা। কীভাবে এল এই চিন্তাধারা? এর উত্তরে পঞ্চায়েত প্রধান জানান, সম্প্রতি একজন গ্রামের একটি ঠিকানা জিজ্ঞেস করেছিল। রাস্তার নামকরণ না থাকায় সঠিক জায়গা চেনাতে বেশ বেগ পেতে হয়। আবার এদিকে, ইংরেজি নতুন বছরে গ্রামের মানুষকে কি উপহার দেওয়া যায় ভাবতে ভাবতেই মাথায় এল এই অভিনব চিন্তা। যেমন ভাবনা তেমন কাজ। বাংলার বিশিষ্ট মনীষীদের নামে নামকরণ হল গ্রামের রাস্তাঘাটের। এতে সাধারণ মানুষের যেমন রাস্তা চিনতে সুবিধা হচ্ছে তেমনই গ্রামের সৌন্দর্যায়ন বাড়ানোয় সুন্দর গ্রামের খাতায় নাম জুড়েছে এই গ্রামের নামও। বর্তমানে যেখানে গ্রামগুলির পঞ্চায়েতের বিপক্ষে ভুরি ভুরি অভিযোগ তোলেন সাধারণ মানুষ সেখানে এমন চিত্র সত্যিই মনে দাগ কাটে। পঞ্চায়েতের এহেন অভিনব উদ্যোগে খুশি গ্রামবাসী। সকলের মুখে নতুন বছরে হাসি ফোটাতে পেরে আনন্দিত গ্রামের পঞ্চায়েতও। #westbengal #westbengalnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow