Assam : আজ থেকে শুরু হচ্ছে আলফার সঙ্গে শান্তির চুক্তি আলোচনা : U Bangla TV
Assam : আজ থেকে শুরু হচ্ছে আলফার সঙ্গে শান্তির চুক্তি আলোচনা : U Bangla TV
আজ থেকে শুরু হচ্ছে আলোচনার পন্থী আলফার সঙ্গে শান্তির চুক্তি আলোচনা। বহু চর্চিত আলফা এবং সরকারের শান্তির চুক্তি স্বাক্ষরের প্রাক মুহূর্তে সাংসদ দিলীপ শইকীয়ার গুরুত্বপূর্ণ মন্তব্য। আলফার প্রধান পরেশ বড়ুয়া যদি শান্তি চুক্তি আলোচনায় সরকারের সাথে মিলিত না হয় তবে সমাধানের সূত্র কখনো বের হবে না। তাই সাংসদ দিলীপ শইকীয়া আলফার প্রধান পরেশ বড়ুয়াকে সরকারের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে, বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাইয়ের সম্পর্কে সাংসদ দিলিপ শইকীয়া এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, তিনি বলেন অসম আন্দোলনের বিরোধিতা করা, অসম আন্দোলন কে নস্যাৎ করা এবং আলফার বিরোধিতা করা প্রধান কাজ ছিল বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহায়ের। তিনি আরো বলেন, একটি সময়ে PCG র অধ্যক্ষ থাকার সময় ডঃ হীরেন গোহায়ের সদিচ্ছা না থাকার জন্য সেই সময় আলফার সঙ্গে আলোচনা সম্পূর্ণ হয়নি ইত্যাদি বিভিন্ন ধরনের দোষী সাব্যস্ত করলেন অসমের বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাই কে। তাই সংসদ দিলীপ শইকীয়া সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আলফার প্রধান পরেশ বড়ুয়া তিনি যেন সরকারের সাথে আলোচনায় মিলিত হওয়ার জন্য অনুরোধ জানান। এখন প্রশ্নটি হয়েছে, আলফার যে সমস্যা চলছে অসমে সেটি অতি শীঘ্রই পূরণ হোক অপেক্ষা সকলের কিন্তু অসময়ের এক বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাই, সত্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া, অসমের ইন্ট্রো লেকচার এমন এক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংসদের এই মন্তব্য যথেষ্ট নিন্দনীয় বলে আলোচনা করছে জনমতে। #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?