North 24 pgs : গারুলিয়ার কাঙালি ঘাটে গঙ্গার গ্রাসে তিনটি ঘর : U Bangla TV
North 24 pgs : গারুলিয়ার কাঙালি ঘাটে গঙ্গার গ্রাসে তিনটি ঘর : U Bangla TV
গঙ্গা ভাঙন রোধে গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাটে গত ২৪ জানুয়ারি থেকে সেচ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিটের বাঁধ নির্মানের কাজ। যদিও গঙ্গার ভাঙনে অনেক আগেই ঘাট সংলগ্ন একাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। এদিকে বাঁধ নির্মাণে শালবোল্লি পুঁততেই ফের বিপত্তি দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা চন্দন চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতের দিকে ঘরের পাঁচিল ভেঙে নিচে পড়ে যায়। আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠে ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষনের মধ্যে তিনি সচক্ষে দেখেন তার তিনটি ঘর ভেঙে গঙ্গার গ্রাসে চলে গিয়েছে। গঙ্গা পাড়ের অন্যান্য বাসিন্দারাও ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বাসিন্দা চন্দ্রাবতী চৌধুরী বলেন, শালবোল্লি পুঁততেই ঘরে ফাটল দেখা দিচ্ছে। মাঝরাতে এলাকার তিনটি ঘর ধ্বসে গিয়েছে। চন্দ্রাবতী দেবীর দাবি, পুরসভার পক্ষ থেকে তাদের অন্যত্র থাকবার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দুর্গাবতী চৌধুরী বলেন, ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চলছে। তবুও ঘরবাড়ি ধ্বসে পড়ছে। খুব দুঃখজনক ঘটনা। বিষয়টি তিনি পুরপ্রধানকে জানিয়েছেন। সোমবার এই বিষয়ে তিনি পুরপ্রধানের সঙ্গে দেখা করবেন। #north24pargana #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?